১২/১১/২০২৩ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদী জেলার পলাশ উপজেলায় নির্মিত দক্ষিন এশিয়ার সর্ববৃহত ইউরিয়া সার কারখানা উদ্বোধন শেষে নরসিংদী সদর উপজেলায় মোসলে উদ্দিন ভুঁইয়া স্ট্যাডিয়ামে এক বিশাল জনসভায় অংশগ্রহন করেন। জনসভার শুরুতে নরসিংদী জেলায় বিভিন্ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত ১০ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন, যার মধ্যে এলজিইডি কর্তৃক নির্মিত পলাশ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মান কাজ অন্তর্ভুক্ত। উক্ত অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দের সহিত কৃষি মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক মহোদয় ও উপস্থিত ছিলেন। জনসভা শেষে নরসিংদী-১ আসনের সাংসদ জনাব লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু মহোদয় এবং নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার আসনের সাংসদ জনাব আলহাজ্ব নজরুল ইসলাম বাবু মহোদয় কে সাথে নিয়ে মাননীয় কৃষি মন্ত্রী এলজিইডি, নরসিংদী অফিস পরিদর্শন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস