Title
8th march International Women's Day Celebration
Details
'ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’
এই প্রতিপাদ্য নিয়ে লিঙ্গবৈষম্য দূর করার জন্য সারা বিশ্বের ন্যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নরসিংদী কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সম্মানিত নির্বাহী প্রকৌশলী, জনাব খন্দকার আসাদুজ্জামান।
সকল নারী সহকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং দুজন নারী সহকর্মীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ।
সভাপতির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী মহোদয় বলেন ___
নারীর অধিকার সুরক্ষায় ও সহিংসতা মোকাবিলায় চাই মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বৈষম্যহীন সৃজনশীল প্রযুক্তি’।
আসুন আমাদের পরিবার, বন্ধু, সহকর্মী এবং সকল সম্প্রদায়কে লিঙ্গবৈষম্য দূর করতে উৎসাহিত করি। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, এলজিইডি নরসিংদীর সহকারী প্রকৌশলী, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী গণ।