ক্র: নং | বিভাগ/দপ্তর | সেবা সমূহ/সেবার নাম | দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর নাম | সেবা প্রদানের দপ্ধতি | সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় | সেবা প্রদানের প্রয়োজনীয় ফি |
১ | উপজেলা প্রকেৌশলীর দপ্তর | উপজেলা, ইউনিয়ন ও গ্রামীন সড়ক উন্নয়ন, রক্ষনাবেক্ষন এবং ব্রীজ/কালভার্ট/রেগুলেটর নির্মান | উপজেলা প্রকেৌশলী | প্রধান প্রকেৌশলী বরাবরে আবেদন করে উপজেলা প্রকেৌশলীর নিকট জমা, উপজেলা প্রকেৌশলী সুপারিশ করে নির্বাহী প্রকেৌশলী বরাবরে প্রেরণ, নির্বাহী প্রকেৌশলী যাচাই বাছাই করে প্রধান প্রকেৌশলী বরাবরে প্রেরণ, প্রধান প্রকেৌশলী অর্থ বরাদ্দ প্রদান করলে নির্বাহী প্রকেৌশলী দরপত্র অহবানের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করবেন। | অনুমোদন ও বরাদ্দ প্রাপ্তি স্বাপেক্ষ | - |
২ | উপজেলা প্রকেৌশলীর দপ্তর | দারিদ্র মহিলাদের আর্থ সামাজিক উন্নয়ন। | উপজেলা প্রকেৌশলী | উপজেলা প্রকেৌশলী, ইউপি চেয়ারম্যন ও উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে দারিদ্র মহিলা বাছাই করে নিয়োগ প্রদান করে নির্বাহী প্রকেৌশলী বরাবরে প্রেরন। | ১৫ দিন |
|
৩ | নির্বাহী প্রকেৌশলীর দপ্তর | ঠিকাদারী লাইসেন্স প্রদান ও নবায়ন | নির্বাহী প্রকেৌশলী | নির্ধারিত ফরম ক্রয় করে পূরণ পূর্বক নির্বাহী প্রকেৌশলী বরাবরে জমা প্রদান, কমিটি কর্তৃক যাচাই বাছাই পূর্বক অনুমোদন | ৩০ দিন | ১০০/= |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS