Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এলজিইডি প্রশাসনিক স্তরঃ

এলজিইডি’র বিস্তৃত কর্মকান্ড পরিচালনার জন্য নিম্নবর্ণিত উপায়ে প্রশাসনিক নেটওয়ার্ক সারাদেশে বিস্তৃত আছে ৷

এলজিইডি’র প্রধান প্রকৌশলী দাপ্তরিক প্রধান হিসাবে ‍আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ অবস্হিত সদর দপ্তরে এলজিইডি দপ্তর পরিচালনা করছেন । তাছাড়া সদর দপ্তরে ৯জন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, ১৬জন তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ইউনিটে কর্মরত আছেন ৷ সদর দপ্তরে এলজিইডি’র কর্মকান্ড নিম্নবর্ণিত ইউনিটের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকেঃ

প্রশাসন

পরিকল্পনা

ডিজাইন

সমন্বিত পানি সম্পদ ব্যবস্হাপনা(IWRM)

পরিবেশ ব্যবস্হাপনা

মনিটরিং ও মূল্যায়ন

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS)

জিআইএস (জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম)

নগর ব্যবস্হাপনা

মাননিয়ন্ত্রণ

প্রশিক্ষণ

রক্ষনাবেক্ষণ ব্যবস্হাপনা

সড়ক নিরাপত্তা

ক্রয় কাযর্ক্রম (Procurement)

তথ্য ইউনিট

এলজিইডি’র কর্মকান্ড সারাদেশে ২০টি অঞ্চল যেমন, ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, রংপুর, দিনাজপুর, সিলেট, রাজশাহী, বগুড়া, পাবনা, বরিশাল, পটুয়াখালী ও ময়মনসিংহ ‍অঞ্চলের মাধ্যমে বিস্তৃত৷ প্রতিটি অঞ্চলের দায়িত্বে রয়েছেন একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী। প্রতিটি অঞ্চলে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অধীন নির্বাহী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলীসহ কর্মকর্তা কর্মচারী রয়েছেন-যারা অঞ্চলের আওতাভূক্ত জেলার ন্যস্ত প্রশাসনিক দায়িত্বসহ এলজিইডি’র কর্মকান্ড মনিটরিং ও তদারকী করে থাকেন;

৬৪টি জেলার প্রতিটি জেলা সদরে নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে ২জন সহকারী প্রকৌশলীসহ মোট ১৩জন কর্মকর্তা/কর্মচারী জেলার সকল এলজিইডি’র কর্মকান্ড পরিচালনা করছেন । তাছাড়া বৃহত্তর জেলায় ১জন মেকানিক্যাল প্রকৌশলী রয়েছেন;

৪৯২ টি উপজেলার প্রতিটিতে উপজেলা প্রকৌশলীর নেতৃত্বে সহকারী উপজেলা প্রকৌশলীসহ মোট ১৯জন কর্মকর্তা/কর্মচারী উপজেলা পরিষদের উন্নয়ন কার্মকান্ড ও রক্ষণাবেক্ষণ কর্মকান্ড পরিচালনাসহ এলজিইডি’র কার্মকান্ড পরিকল্পনা ও তদারকারীতে নিবার্হী প্রকৌশলীকে সহযোগীতা করে থাকেন ।